উত্তপ্ত দক্ষিণ কোরিয়ার রাজনীতি

Date: 2024-12-05
news-banner
আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট  ইওলকে  অভিশংসনের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছে। এরই মধ্যেই দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। কারণ হিসেবে উল্লেখ করেছেন, দেশের অভ্যন্তরীণ ঘটনায় নিজের দায়িত্ব ঠিকমতো পালন না করতে পারার ব্যর্থতাকে।

এদিকে ইওলের ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি এই সংকট নিয়ে  দুইভাগে বিভক্ত হয়ে গেছে, কিন্তু জানিয়েছে, ইওলের পাঁচ বছরের মেয়াদে দুই বছর বাকি থাকায় তারা অভিশংসনের বিরোধিতা করবে।

ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতা কিম সেউং-ওন বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের অধিবেশনে বলেছেন, ‘ইয়ুন সুক ইওল সরকারের জরুরি সামরিক আইনের ঘোষণা আমাদের জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও ভয়ের সৃষ্টি করেছে।’

প্রায় ৫০ বছরের মধ্যে এশিয়ার গণতান্ত্রিক এ দেশটিতে আকস্মিক সামরিক আইন জারির ঘোষণায় হতবিহ্বল হয়ে পড়েন নাগরিকরা। দ্রুতই এটা পরিষ্কার হয়ে ওঠে বাইরের কোনো হুমকিতে নয়, বরং বিরোধী দলকে 'দমন করতে' এ সিদ্ধান্ত নেন ইউন সুক।

ইওল বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং-হিউনের পদত্যাগ গ্রহণ করেছেন এবং সৌদি আরবে তার রাষ্ট্রদূত চোই বাইউং-হিউককে এই পদে মনোনীত করেছেন বলে ইওলের অফিস জানিয়েছে।

এমন উত্তপ্ত পতিস্থিতিতে আজ বুধবার গণমাধ্যমে শেয়ার করা এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন জানান, জরুরি সামরিক আইনের কারণে সৃষ্ট অস্থিরতার জন্য তিনি নিজেকে দায়ী মনে করছেন। তিনি জনগণের মাঝে ‘বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টির জন্য’ ক্ষমা চেয়েছেন। কিম বলেন, আমি সামরিক আইন সংক্রান্ত সব ঘটনার দায়িত্ব নিচ্ছি এবং প্রেসিডেন্টের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।

প্রেসিডেন্ট ইওলের ঘোষণার পর অন্তত ছয় ঘণ্টা দক্ষিণ কোরিয়ার মানুষ বিভ্রান্তিতে ছিল, এই মার্শাল ল আদেশের অর্থ কী। তবে বিরোধীরা দ্রুত পার্লামেন্টে জমায়েত হয়েছে ও এই ঘোষণা বাতিল করার জন্য পর্যাপ্তসংখ্যক সংসদ সদস্য উপস্থিত হতে পেরেছিলেন। রাস্তায় সেনা ও পুলিশের ব্যাপক উপস্থিতি দেখে সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছে মনে হলেও শেষ পর্যন্ত তা সত্য প্রমাণিত হয়নি।

মনে হচ্ছে তিনি অবরুদ্ধ হয়ে ছিলেন, কেলেঙ্কারি, প্রাতিষ্ঠানিক বাধা ও অভিশংসনের ক্রমবর্ধমান চেষ্টার বিরুদ্ধে এটি ছিল তার একটি মরিয়া পদক্ষেপ। সম্ভবত এগুলো এখন আরো জোরদার হবে।’ অন্যদিকে সংসদের স্পিকারও বুধবার বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে একসঙ্গেই আমরা গণতন্ত্রকে রক্ষা করব।
image

Leave Your Comments