দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোর, ছিনতাইকারী, ডাকাত, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী গ্রেপ্তারসহ নানাবিধ অপরাধ দমনে দেশব্যাপী আভিযানিক কার্যক্রম জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।