নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গুলি তিন ভারতীয় নিহত

Date: 2025-05-07
news-banner
গভীর রাতে চালানো হামলা প্রতিরোধে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন। 

প্রতিবেদনে বলা হয়েছে,  রাত ১টার দিকে ভারত-পাকিস্তানের এই সংঘর্ষ শুরু হয়। ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর।


রাত পৌনে ৩টায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দুটি ভারতীয় বিমান ভূপাতিত করার কথা জানান। রাত পৌনে ৪টার দিকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআই জানায়, অবন্তীপোরার ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরেকটি ভারতীয় রাফায়েল বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী। ভোর ৪টা ও ৫টায় চতুর্থ ও পঞ্চম বিমান ধ্বংসের কথা জানায় দেশটির তথ্যমন্ত্রণালয় এবং সামরিক বাহিনী।
image

Leave Your Comments