নিরাপত্তাজনিত কারণে স্থগিত আইপিএল

Date: 2025-05-10
news-banner
 ক্রিকেটপ্রেমিদের আশঙ্কাই সত্যি হলো। অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাতে নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 
এপ্রিলে পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত গত মঙ্গলবার থেকে দেশটিতে কয়েক দফায় হামলা চালিয়েছে। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাল্টাপাল্টি হামলার মধ্যে শুক্রবার পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএল দুটিই স্থগিত হয়ে গেছে।
এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের পর বিসিসিআই দলগুলোকে বাড়ি চলে যেতে বলেছে। এরই মধ্যে ভারত ছাড়তে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে এক সপ্তাহ পরই আইপিএল চালু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
image

Leave Your Comments