দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কাশ্মির বিরোধের সমাধানে পৌঁছানো যায় কি-না তা দেখার জন্য পাকিস্তান ও ভারতের সাথে কাজ করবেন। রোববার (১১ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘আমি ভারত ও পাকিস্তানের শক্তিশালী ও অটল নেতৃত্বের জন্য অত্যন্ত গর্বিত। কারণ সংঘাত বন্ধ করার সময় এসেছে তা বোঝার মতো শক্তি, প্রজ্ঞা ও দৃঢ়তা তাদের রয়েছে। তিনি আরো বলেছেন, ”এছাড়াও আমি দুই দেশের সাথেই কাজ করব এবং দেখব ‘হাজার বছর’ পর কাশ্মিরের বিষয়ে কোনো সমাধানে পৌঁছানো যায় কি-না।”
ট্রাম্প বলেছেন, ‘এ সংঘর্ষে লাখ লাখ নিরীহ মানুষ মারা যেতে পারত। আমি গর্বিত যুক্তরাষ্ট্র দুই দেশকে এ ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ও পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধির কথাও জানিয়েছেন তার পোস্টে।