চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপের ক্ষেতখোলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফিরোজ ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইসমাইল সিকদার পাড়ার বাসিন্দা এবং মৃত মোহাম্মদ এয়াকুবের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজের কাকরোল ক্ষেতে কাজ করছিলেন মোহাম্মদ ফিরোজ। হঠাৎ করে আকাশে গর্জন শুরু হয়, যদিও তখনও বৃষ্টি নামেনি। ঠিক এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।