সোমবার (১২ মে) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হবে। আজ মঙ্গলবার ভোর পৌনে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে তিনি ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন।
ব্যাংককের রুটনিন চক্ষু হাসপাতালে মির্জা ফখরুলের চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্যের জন্য মির্জা ফখরুল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান শায়রুল কবির খান।