ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) জাতীয় পরিচয়পত্র জটিলতায় (এনআইডি) সেবা কার্যক্রম সারাদেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের সময় ওটিপি না আসায় এই সমস্যা দেখা দিয়েছে।
সার্ভারে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়ার পর একটি ওটিপি প্রয়োজন হয়। কিন্তু এখন সেই ওটিপি আসছে না। ফলে সার্ভারে ঢোকা যাচ্ছে না। এই কারণে এনআইডি সেবাও বন্ধ রয়েছে।