চট্টগ্রাম বন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় কাস্টমস মোড়ে একটি চলন্ত ট্রেলার থেকে ২০ ফুট দৈর্ঘ্যের একটি কন্টেইনার পড়ে যায়। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই সড়কে যানজটের সৃষ্টি হয় এবং সাময়িক সময়ের জন্য বন্দরগামী ও বেরিয়ে আসা পণ্যবাহী গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের মূল ফটক অতিক্রম করার পর ট্রেলারটি কাস্টমস মোড় ঘুরছিল। এ সময় হঠাৎ কন্টেইনারটি ট্রেলার থেকে ছিটকে পড়ে যায়। অনেকে ধারণা করছেন, কন্টেইনারটি সঠিকভাবে লক না থাকায় সেটি পড়ে যেতে পারে।
ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় কন্টেইনারটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।