পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতকে হারাল বাংলাদেশ

Date: 2025-05-18
news-banner
 বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন তার দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে বাংলাদেশকে বড় জয় উপহার দিয়েছেন। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে, জয়ের লক্ষ্যে আমিরাতকে ১৯২ রানের চ্যালেঞ্জ দেয়।রান তাড়ায় ১৩ ওভারে ৩ উইকেটে ১৩১ রান তুলে ফেলেছিল আরব আমিরাত। অর্থাৎ শেষ ৪২ বলে জয়ের জন্য মাত্র ৬১ বল লাগত তাদের। হাতে ছিল ৭ উইকেট। তবে এরপর অনুজ্জ্বলতা ঝেড়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান বাংলাদেশের বোলাররা, বিশেষ করে পেসাররা। 

অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ওপেনিংয়ে নেমে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন। ৩৯ বল মোকাবিলায় তিনি মারেন ৭ চার ও ২ ছক্কা। চারে নামা রাহুল চোপড়া ৫ চার ও ১ ছক্কায় ২২ বলে করেন ৩৫ রান। তৃতীয় উইকেটে তাদের জুটি ছিল ৪২ বলে ৬২ রানের।

উইকেটের চরিত্র ছিল ব্যাটিং সহায়ক, এবং বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। পারভেজ হোসেন ইমন ৫৪ বলে ১০০ রান করেন, যা বাংলাদেশের T20 আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি। এই ইনিংসে তিনি ৫টি চার ও ৯টি ছক্কা মারেন, যা বাংলাদেশের T20I ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড। এছাড়া, তিনি বাংলাদেশের T20I ক্রিকেটে একমাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শতক হাঁকানোর কৃতিত্ব অর্জন করেন; এর আগে এই কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল।

image

Leave Your Comments