১৭ মে শনিবার মধ্যরাতে থাইল্যান্ড গেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন ও তার কন্যা মদিনা বিনতে আন্দালিব। এর আগে গত ১৩ মে তিনি থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে যান। তবে ইমিগ্রেশন থেকে ক্লিয়ারেন্স না পাওয়ায় সেবার বাসায় ফিরে যান।
শেখ শাইরা শারমিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন চাচাতো ভাই শেখ হেলালের মেয়ে।
অবশেষে পুলিশের বিশেষ শাখার ক্লিয়ারেন্স নিয়ে ১৭ তারিখ দিবাগত মধ্যরাতে তার স্ত্রী শেখ শাইরা শারমিন ও কন্যা মদিনা বিনতে আন্দালিব থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন।
জানা গেছে, শেখ পরিবারের সদস্যদের দেশত্যাগে পুলিশের বিশেষ শাখা— এসবির মালিবাগ থেকে ক্লিয়ারেন্স বা সিদ্ধান্ত নিতে হয়। তবে শেখ শাইরা শারমিন আন্দালিব রহমান পার্থের সহধর্মিণী। তিনি কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত না। গত ১৫ বছরে তিনি কখনো শেখ পরিবারের প্রভাব কোথাও দেখাননি। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নিজের রাজনৈতিক জীবনের শুরু থেকেই আওয়ামী লীগের অনিয়ম-দুর্নীতির কঠোর সমালোচনা করে আসছেন। চারদলীয় জোটের শরিক দল হিসাবে তিনি ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি চারদলীয় জোটের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। শেখ হাসিনার পতনের মাত্র পাঁচদিন আগে সরকারবিরোধিতার কারণে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর তিনি কারাগার থেকে মুক্তি পান।