ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
রোববার (১৮ মে) বিকেল ৪টার দিকে পূর্বনির্ধারিত প্রতিবাদ সমাবেশটি জাতীয় জাদুঘরেরর সামনে করার কথা থাকলেও পরে সেটি শাহবাগ মোড়ে করার ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, শাহবাগ থানা জবাব চাই’-ইত্যাদি স্লোগানে শাহবাগ মোড় প্রকম্পিত করে তোলে।