নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ

Date: 2025-05-19
news-banner
বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৮ মে) ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারাজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় নেওয়া হয়। ঘণ্টাখানেক পর তাকে আদালতের এজলাসে তোলা হয়। আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, মামলার তদন্ত এখনো চলমান। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল ভূঁইয়া। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার (১৭ মে) বিদেশ যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে।
গত মার্চ মাসে এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২৮৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশে ২৯ এপ্রিল ভাটারা থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে।
image

Leave Your Comments