সালমান আলী আঘাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দল থেকে বাদ পড়েছেন একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার।
দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো তারকা। সহ-অধিনায়কের দায়িত্বে আছেন শাদাব খান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও বাংলাদেশের প্রস্তাবে সেটি এখন হবে তিন ম্যাচের সিরিজ।
পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মাদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।