ক্রিকেটপ্রেমীদের হতাশ করে সংযুক্ত আরব আমিরাতের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেল বাংলাদেশ দল। শক্তির বিচারে অনেকটাই এগিয়ে থেকেও এমন হারে প্রশ্নের মুখে পড়েছে টাইগারদের দলগত পারফরম্যান্স, কৌশল ও প্রস্তুতি।
সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে সহজ জয়ে সিরিজের শুভসূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুটি ম্যাচে আমিরাত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয় তুলে নেয়। শেষ ম্যাচে ৭ উইকেটের ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করে টাইগাররা।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, ব্যাটিং ব্যর্থতা এবং গুরুত্বপূর্ণ সময়ে পরিকল্পনার ঘাটতি এই পরাজয়ের অন্যতম কারণ। তরুণ ক্রিকেটারদের ব্যর্থতা ও অভিজ্ঞদের দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্স মিলিয়ে বাংলাদেশ দল নিজেদের ছন্দ হারিয়ে ফেলে।
দলের অধিনায়ক বলেন,
“এমন হার আমাদের প্রত্যাশিত ছিল না। আমিরাত ভালো খেলেছে, তবে আমাদের ভুলগুলো খুব বড় হয়ে ধরা দিয়েছে। এই সিরিজ থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে।”
অন্যদিকে, আমিরাতের অধিনায়ক এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,
“বাংলাদেশের মতো অভিজ্ঞ দলের বিপক্ষে সিরিজ জয় আমাদের জন্য বিশাল অর্জন। এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে কোচিং স্টাফ ও নির্বাচকদের সঙ্গে আলোচনা শুরু করেছে দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলোর আগে টিম ম্যানেজমেন্ট কী পরিবর্তন আনে, সেটাই এখন দেখার বিষয়।