কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ

Date: 2025-05-25
news-banner
ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। চলতি বছর গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫ টাকা বৃদ্ধি করে ঢাকায় ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৫ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ ঘোষণা দেন।

তিনি জানান, পুরো লবণযুক্ত একটি গরুর চামড়ার সর্বনিম্ন ক্রয়মূল্য ঢাকায় ১৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, খাসির চামড়ার দাম প্রতি বর্গফুটে ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২ টাকা করে বেশি।

চামড়া সংরক্ষণ ও বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এ বছর ৩০ হাজার টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে। পাশাপাশি, ঈদের পর ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে রাজধানীতে কাঁচা চামড়া আনা যাবে না বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

এই উদ্যোগের মাধ্যমে কোরবানির চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করার পাশাপাশি সংরক্ষণের সুবিধাও নিশ্চিত করা যাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

image

Leave Your Comments