বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার (২৭ মে) এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে করে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি বাড়তে পারে।
সোমবার (২৬ মে) সকালে দেয়া নিয়মিত আবহাওয়া বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে মাসের শুরুতে আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছিল, চলতি মাসের শেষ দিকে সাগরে একটি নিম্নচাপ হতে পারে। এ থেকে একটি ঘূর্ণিঝড়ও সৃষ্টি হতে পারে।