দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

Date: 2025-07-15
news-banner
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে এক বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগে কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারি (১৮৮ মিমি পর্যন্ত) বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

সতর্কতা হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার এবং প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অতিরিক্ত বৃষ্টির কারণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, নদীভাঙন, কৃষি ফসলের ক্ষতি এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।
image

Leave Your Comments