গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, এনসিপির পদযাত্রা কেন্দ্র করে উত্তেজনা

Date: 2025-07-16
news-banner
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী 'জুলাই পদযাত্রা' কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালায়।
এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চলতি মাসের ১ তারিখ থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। এরই ধারাবাহিকতায় আজ গোপালগঞ্জে বড় ধরনের পদযাত্রা করার কথা ছিল দলটির।

এ প্রসঙ্গে মঙ্গলবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেন, “১৬ জুলাই… মার্চ টু গোপালগঞ্জ।” তিনি কর্মীদের শান্তিপূর্ণ পদযাত্রার আহ্বান জানান।

উল্লেখ্য, এনসিপির এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। 
image

Leave Your Comments