ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বুধবার (১৫ জুলাই ২০২৫) ঘোষণা করেছে যে, লিয়াম ডসনকে (৩৫) টেস্ট স্কোয়াডে ফেরানো হয়েছে। তিনি শোয়াইব বশীরের বদলি হিসেবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে সুযোগ পাবেন ।
ডসন তার প্রথম শ্রেণির ক্রিকেটে সাম্প্রতিক সিজনে চমক রয়েছে – ২০২৩ সালে ৪৯, ২০২৪ সালে ৫৪ উইকেট নিয়েছেন। আর এ বছর ইতিমধ্যে ২১ উইকেট ও গড় ৪৪.৬৬ রান করেছেন । তার প্রথম‑শ্রেণির ক্যারিয়ারে ১৮টি শতকও রয়েছে, যা তাকে স্পিন‑অলরাউন্ডার হিসেবে শক্তিশালী করে তোলে।
বশীর লর্ডসে ফিঙ্গার ভেঙে আউট হওয়ায় তিনি চতুর্থ টেস্টে খেলতে পারবেন না; তাই ইংল্যান্ডে স্পিন শক্তি বজায় রাখতে ডসনকে ঝাঁপিয়ে পড়তে হয়েছে ।
এই সিলেকশনের মাধ্যমে ইংল্যান্ডের ম্যানেজমেন্ট স্পিন‑অলরাউন্ডার হিসেবে ডসনের ব্যাটিং ও বোলিং—দু’টিকে কাজে লাগিয়ে সম্ভাব্য তারকাদের অন্তর্ভুক্ত করছে।