বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ( বুধবার) দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে যে, সফরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এবারের পাকিস্তান দলটি তুলনামূলকভাবে নতুন ও তরুণ খেলোয়াড়ে পরিপূর্ণ। দলের নেতৃত্বে আছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান সালমান আলি আঘা। দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান কিংবা শাহীন শাহ আফ্রিদির মতো অভিজ্ঞ তারকারা। পিসিবি জানিয়েছে, এই সিরিজ বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গড়াবে আগামী ২০শে জুলাই। পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪শে জুলাই। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।