পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টির হারের পর বাংলাদেশের জন্য সিরিজে ফেরা ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু ডাম্বুলায় দুর্দান্ত পারফরম্যান্সে টাইগাররা ঘুচিয়েছে সেই হতাশা। এখন তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা। তাই আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হতে যাচ্ছে অঘোষিত ফাইনাল।
বাংলাদেশের সামনে আছে একসঙ্গে দুই ইতিহাস গড়ার সুযোগ—প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়, আর এক বছরে টানা তিন সিরিজ হারের বৃত্ত থেকে মুক্তি।