গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুর দেড়টার দিকে তারা স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে ঢুকে মঞ্চে হামলা চালায় ও দ্রুত পালিয়ে যায়। এসময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও ঘটনাস্থল ত্যাগ করে।
এর আগে সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় চরপাড়া এলাকায় এনসিপির পদযাত্রা ঘিরে দায়িত্বরত পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ বিশ্বাস ও গাড়িচালক কাউসারসহ অন্তত তিনজন আহত হন।
গোপালগঞ্জ সদরের ইউএনওর গাড়িবহরেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ইউএনও জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আজ গোপালগঞ্জ পৌর পার্কে পদযাত্রার কর্মসূচি ছিল। সেই কর্মসূচি বানচাল করতেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।