নিষেধাজ্ঞা শেষে ফেরার প্রস্তুতি, দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ে দলে ব্রেন্ডন টেইলর

Date: 2025-07-31
news-banner
সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দ্বিতীয় টেস্টের জন্য ৩৯ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যানকে দলে অন্তর্ভুক্ত করেছে জিম্বাবুয়ে।

আইসিসির দুর্নীতিবিরোধী নিয়ম ভাঙার দায়ে টেইলরের নিষেধাজ্ঞা শেষ হয় গত ২৫ জুলাই। এরপর আর ফিরতে কোনো বাধা ছিল না। ৭ আগস্ট বুলাওয়ায়োতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তিনি ফিরছেন দেশের জার্সিতে।

জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, “দ্বিতীয় টেস্টে সে খেলবে, এটা আমরা নিশ্চিত। সে অনেক পরিশ্রম করেছে ফিরে আসার জন্য।”

নিষেধাজ্ঞার সময় স্বীকৃত ক্রিকেটে খেলার সুযোগ না থাকায় হারারেতে একটি স্কুলে গোপনে অনুশীলন করে নিজেকে তৈরি করেন টেইলর।

দীর্ঘ ক্যারিয়ারে টেইলর জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ২৮৩ আন্তর্জাতিক ম্যাচ, করেছেন ১৭টি সেঞ্চুরি, যা দেশের পক্ষে সর্বোচ্চ। ওয়ানডেতে ছয় হাজার ৬৮৪ রান করে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড তাকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ফেরাতে আগ্রহী। টেইলর নিজেও ফেরার জন্য আগ্রহ দেখিয়েছেন, এবং এবার সেই প্রত্যাবর্তনের প্রথম ধাপ সফলভাবে পেরিয়ে এলেন তিনি।
image

Leave Your Comments