এশিয়ান ফুটবলের মঞ্চে আরেকটি দারুণ সূচনা করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করলো পিটার বাটলারের শিষ্যারা।
বুধবার (৬ আগস্ট) লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ দল। বল দখল থেকে আক্রমণ—সবকিছুতেই এগিয়ে ছিল লাল-সবুজের মেয়েরা।
ম্যাচের ৩৬তম মিনিটে শান্তি মার্ডির কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সাগরিকা। প্রথমার্ধেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল, তবে পূজা দাসের শট পোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৫৮ মিনিটে তৃষ্ণা রানীর পাস থেকে দুর্দান্ত প্লেসিংয়ে গোল করেন মুনকি, যা স্কোরলাইন করে ২-০। এরপর লাওস কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৮৬ মিনিটে আন্না কিও ওনসি একটি গোল করে ব্যবধান কমান (২-১)। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও জ্বলে ওঠেন সাগরিকা। মুনকির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তিনি।
বাংলাদেশের হয়ে দুইটি গোল করেন সাগরিকা এবং একটি করেন মুনকি। লাওসের পক্ষে একমাত্র গোলটি আসে আন্না কিও ওনসির পা থেকে।
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার এশিয়ার মঞ্চেও নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখছে বাংলাদেশের মেয়েরা। দলের এমন আত্মবিশ্বাসী সূচনা নতুন করে আশার আলো দেখাচ্ছে ফুটবলপ্রেমীদের।