চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী সড়কের অক্সিজেন এলাকার একটি সেতু ভেঙে দুই ভাগ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬টার দিকে স্টার শিপ গলি এলাকার শীতল ঝরনা খালের ওপর থাকা পুরোনো সেতুটি ভেঙে পড়ে। এতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, আরেক পাশ দিয়ে সীমিতভাবে গাড়ি চলছে, ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
সেতুটি ১৯৮০ সালে নির্মিত হয় এবং জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল প্রশস্ত করার পর সেতুটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ভারী বর্ষণ ও পানির চাপে মাটি সরে গিয়ে সেতুটি ভেঙে গেছে।
এদিকে সড়কটি দিয়ে প্রতিদিন পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করা হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত সেতু সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।