অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা পাওয়া এস এম গোলাম কিবরিয়া শামীম, যিনি জি কে শামীম নামে পরিচিত, হাইকোর্টে আপিলের মাধ্যমে আজ খালাস পেয়েছেন। বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন।
এর আগে ২০২৩ সালের ১৭ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক জি কে শামীমকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা অর্থদণ্ড দেন। রায়ে বলা হয়, অবৈধ উপায়ে উপার্জিত অর্থ বিদেশে স্থানান্তরের প্রমাণ মিলেছে।
তবে আজ হাইকোর্টে আপিল শুনানি শেষে ওই রায় বাতিল করে তাকে খালাস দেওয়া হয়। আদালত পর্যবেক্ষণে জানান, অভিযোগের স্বপক্ষে রাষ্ট্রপক্ষ যথাযথ প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।
জি কে শামীম দেশের আলোচিত এক ঠিকাদার, যিনি র্যাবের হাতে গ্রেপ্তারের সময় বিপুল পরিমাণ নগদ টাকা, অস্ত্র ও এফডিআরসহ ধরা পড়েন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ একাধিক মামলা ছিল।
আদালতের আজকের রায়ের ফলে এখন তিনি এই মামলায় সম্পূর্ণভাবে মুক্ত।