নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম ও গোপন গেরিলা প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আলোচিত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সেফাতুল্লাহ এই আদেশ দেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ টিম তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষ জানায়, সুমাইয়া রাষ্ট্রবিরোধী পরিকল্পনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে আসামিপক্ষ দাবি করে, তিনি একজন গৃহবধূ এবং মেজর সাদিকের স্ত্রী ছাড়া অন্য কোনো পরিচয় নেই।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি গোপন বৈঠক, ফান্ড ট্রান্সফার ও সাংগঠনিক কার্যক্রমে জড়িত ছিলেন। এর আগে বসুন্ধরায় এক গোপন বৈঠক থেকে নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ২২ জনকে আটক করে পুলিশ। ওই ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
এ ঘটনায় মেজর সাদিকও সেনাবাহিনীর হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধেও অভ্যন্তরীণ তদন্ত চলছে।