বিএনপিকে জড়ানোর অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা

Date: 2025-08-12
news-banner
সাংবাদিক তুহিন হত্যা মামলায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২–এ মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। মামলার শুনানি করেন বিচারক আলমগীর আল মামুন।

শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব সিআইডিকে (অপরাধ তদন্ত বিভাগ) দিয়েছেন।

মামলার বাদী তানভীর সিরাজ বলেন, “সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। অথচ সারজিস আলম ঘটনার প্রকৃত তথ্য না জেনেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছেন, যা দলের সুনাম ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।”

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, “এই মামলার মাধ্যমে সত্য উদঘাটন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।”

প্রসঙ্গত, সাংবাদিক তুহিনকে হত্যা করা হয় অপরাধী চক্রের ভিডিও ধারণ করার অভিযোগে। এ ঘটনার পর সামাজিক মাধ্যমে বিভিন্ন মহলে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে, যার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি।

image

Leave Your Comments