চট্টগ্রাম বন্দরে আন্দোলন থামাতে সাইফ পাওয়ারটেক থেকে টাকা চাওয়াসহ চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে দলটি।
সোমবার দিবাগত রাত ২টার দিকে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে বহিষ্কার আদেশ প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, নিজাম উদ্দিনকে স্থায়ীভাবে বহিষ্কার না করার বিষয়ে লিখিত ব্যাখ্যা শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে জমা দিতে হবে।
উল্লেখ্য, গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে নিজাম উদ্দিনকে চট্টগ্রাম বন্দরের আন্দোলন থামাতে পাঁচ লাখ টাকা চাঁদা চাইতে শোনা যায়। এরপর সোমবার তাকে শোকজ করে চট্টগ্রাম নগর কমিটি।