ত্রিনিদাদে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ২০২ রানে উড়িয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার (১২ আগস্ট) প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৯৪ রান তোলে ক্যারিবীয়রা। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ৯২ রানে।
ওয়ানডেতে এটি ওয়েস্ট ইন্ডিজের চতুর্থবারের মতো ২০০ রানের বেশি ব্যবধানে জয়। পূর্ণ সদস্য দলের বিপক্ষে তাদের দ্বিতীয় বড় জয় এটি, ২০১৪ সালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ২০৩ রানে।
ম্যাচের নায়ক ছিলেন অধিনায়ক শেই হোপ। ৯৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১২০ রানের অপরাজিত ইনিংস খেলে হন ম্যাচসেরা। বল হাতে ঝলক দেখান পেসার জেডেন সিলস। মাত্র ১৮ রান দিয়ে নেন ৬ উইকেট, যা তার ওয়ানডে ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেটের স্বাদ।
উইন্ডিজের ইনিংসে হোপ ছাড়াও অবদান রাখেন এভিন লুইস (৩৭) ও জাস্টিন গ্রিভস (২৪ বলে ৪৩)। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন নাসিম শাহ ও আবরার আহমেদ।
জবাবে পাকিস্তানের ইনিংসে একমাত্র উল্লেখযোগ্য ছিল সালমান আলির ৩০ রান। বাকি ব্যাটাররা সিলসের আগুনে বোলিংয়ে ধসে পড়েন। বাবর আজম ফেরেন মাত্র ৯ রানে। সিলস একাই ধসিয়ে দেন পাকিস্তানের টপ অর্ডার।
এই জয়ের মাধ্যমে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে সিরিজ জয়ের উচ্ছ্বাসে মাতলো।