তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন

Date: 2025-08-25
news-banner
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড চেয়ে সিএমএম আদালতে আবেদন করেছে সিআইডি।

সোমবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক খান মো. এরফান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। মামলায় তিনি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।

গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসাদুল হক বাবু। এ ঘটনায় তার বাবা জয়নাল আবেদীন ৩০ আগস্ট হত্যা মামলা করেন, যাতে নাসির উদ্দিন ও তৌহিদ আফ্রিদিসহ ২৫ জনকে আসামি করা হয়।

এর আগে, একই মামলায় নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে আদালত পাঁচ দিনের রিমান্ডে পাঠান, যা শেষে ২৩ আগস্ট তিনি কারাগারে পাঠানো হন।

image

Leave Your Comments