আসন্ন এশিয়া কাপে আফগানিস্তান দলকে নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার রশিদ খান। ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে স্পিন আক্রমণে রয়েছে ভারসাম্য ও অভিজ্ঞতা। রশিদের সঙ্গে দলে আছেন মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নূর আহমদ ও তরুণ রহস্য স্পিনার মোহাম্মদ গাজানফার।
টি-টোয়েন্টি প্রস্তুতি হিসেবে ২৯ আগস্ট থেকে পাকিস্তান ও আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান।
দলে ফিরেছেন ওপেনার ইব্রাহিম জাদরান ও অলরাউন্ডার শরাফউদ্দিন আশরাফ। বাদ পড়েছেন হজরতউল্লাহ জাজাই ও জুবায়েদ আকবরি।
গ্রুপ ‘বি’-তে আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। প্রথম ম্যাচ ৯ সেপ্টেম্বর, আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে।
আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, মোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফারিদ আহমদ, নাভিন উল হক ও ফজলহক ফারুকি।
রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গেয়ালিয়া খারোতে, আব্দুল্লাহ আহমাদজাই।