সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক সাদপন্থীদের

Date: 2024-11-16
news-banner
আগামী ৭ ডিসেম্বর মহাসমাবেশ করবেন তারা। এরপর আগামী ২০-২৫ ডিসেম্বর বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে টঙ্গী ইজতেমা ময়দানে পাঁচ দিনের জোড় অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) তাবলিগ জামাতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অংশের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিসেম্বরের ৭ তারিখ আমরা যে মহাসমাবেশের ডাক দিয়েছি, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। পুরো পৃথিবী থেকে আন্তর্জাতিক কয়েকজন ওলামা সেদিন আসবেন। ওনাদের আগমন উপলক্ষে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।  

মোহাম্মদ সায়েম বলেন, আজকে আমাদের যে মজমাটা হয়েছে, সেটা এক দিনের নোটিশে হয়েছে।

হেফাজত যেমন পোলাপান ভাড়া করে নিয়ে আসে, সে রকম কোনো মজমা আমরা আজকে করিনি। আমাদের ৭ তারিখের প্রগ্রামে শুধু আন্তর্জাতিক মেহমানরা বক্তব্য দেবেন। আপাতত এটাই আমাদের কর্মসূচি।
image

Leave Your Comments