হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার নিহত

Date: 2024-11-23
news-banner
ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম দাবি করেছে। নিহত ওই হিজবুল্লাহ কমান্ডারের নাম আলী মুসা দাকদুক। আলী মুসা দাকদুক ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন বলে জানা গেছে।

এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, আলী মুসা দাকদুক মার্কিন সেনাদের ওপর কারবালার অভিযানে প্রধান ভূমিকা পালন করেছিলেন। যেখানে আমেরিকান নিরাপত্তা দলের ছদ্মবেশে যোদ্ধারা একটি ঘাঁটিতে প্রবেশ করেছিল, গুলি চালায় এবং পাঁচ মার্কিন সেনাকে হত্যা করেন।

গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার পাশাপাশি সিরিয়াতেও আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। বৈরুতে ইসরায়েলের অব্যাহত হামলার মুখে অনেক হিজবুল্লাহ যোদ্ধা সিরিয়াতে আশ্রয় নিয়েছেন।

এদিকে লেবাননে ইসরায়েলের বিমান ও স্থল বাহিনীর অভিযানে লেবাননের বিভিন্ন এলাকায় একদিনে নিহত হয়েছেন ৫৯ জন। আহত হয়েছেন আরও ১১২ জন। গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৬৪২ জন এবং আহতের সংখ্যা ১৫ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ইসরায়েলের বিমান বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত লেবাননে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।
image

Leave Your Comments