রোহিঙ্গা ক্যাম্পে আগুন

Date: 2024-12-01
news-banner
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে বেসরকারি সংস্থার একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা। রবিবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।
 
প্রাথমিকভাবে একটি ট্রেনিং সেন্টারসহ ৫ টি স্থাপনা ভস্মীভূত হওয়ার তথ্য দিলেও আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কাজ করছেন বলে জানান তিনি।
স্থানীয়দের বরাতে আরিফ হোসাইন বলেন, বেলা সাড়ে ১২টার দিকে উখিয়ার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের বেসরকারি সংস্থার পরিচালিত একটি ট্রেনিং সেন্টার আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে আগুন আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাটি অবহিত করলে উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে একটি ট্রেনিং সেন্টারসহ পাঁচটি স্থাপনা।
image

Leave Your Comments