পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও সাতটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার তাকে সন্ত্রাসবাদবিরোধী আদালতে হাজির করা হয়। সেখানে নতুন সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত। খবর জিও টিভির
বিক্ষোভে সহিংসতার ঘটনায় দেশটির বিভিন্ন থানায় ইমরান খান ও পিটিআইয়ের নেতা-কর্মীদের আসামি করে এসব মামলা হয়েছে। গত নভেম্বরে পিটিআইয়ের বিক্ষোভে সহিংসতায় পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের তিন সদস্য নিহত হন।
দলটির দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তাদের দলের অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভের ঘটনার পৃথক এক মামলায় ছয় দিনের রিমান্ড শেষে গতকাল ইমরান খানকে বিশেষ ওই আদালতে হাজির করা হয়েছিল।