ইসরায়েলের সেনাবাহিনী সোমবার জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় তাদের একজন সেনা নিহত হয়েছেন এবং তার দেহ তখন থেকেই গাজায় আটকে রাখা হয়েছে।
গাজায় জিম্মিদের আত্মীয়দের প্রচারাভিযান গ্রুপ হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নেউট্রার মৃত্যুর জন্য শোক প্রকাশ করে জানিয়েছে, তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। পরে ইসরায়েলে অভিবাসন নিয়ে সেখানে সেনাবাহিনীতে যোগ দেন।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘সাঁজোয়া বাহিনীর একজন বীর সেনা’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি সোমবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা বিশ্রাম নেব না’, যতক্ষণ না নেউট্রার দেহ ইসরায়েলে ফিরিয়ে নিয়ে এসে দাফন করা হয়।
ইসরায়েলি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ২০৮ জন নিহত হয়, যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক ছিল।
পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে কয়েকজন ইতিমধ্যে মারা গিয়েছে। সেনাবাহিনীর হিসাবে, ৯৭ জন এখনো গাজায় জিম্মি রয়েছে এবং এদের মধ্যে ৩৫ জন মারা গেছে।