আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

Date: 2024-12-05
news-banner
অবশেষে চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ট্রেন থেকে নেমে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন থেকে নেমে ভৈরব মেথরপট্টিতে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল চন্দনের। বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রামের ডিবি পুলিশ গত দুদিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে, আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়। কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না। তবে, বুধবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডিবি জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন।

ওসি শাহিন মিয়া বলেন, ‘আমরা সন্ধ্যার পর থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেই। সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে নামেন চন্দন। নেমে স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। পরিকল্পনা ছিল রাত গভীর হলে শ্বশুরবাড়ি যাবেন। এরমধ্যেই আমরা তাকে গ্রেপ্তার করি। বর্তমানে থানা হেফাজতে তাকে রাখা হয়েছে।’

ওসি আরও বলেন, গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানায় জানানো হয়েছে। চট্টগ্রাম থেকে পুলিশ এলেই আসামি চন্দনকে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের একটি ভবনের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ১নং আসামি চন্দন। এ মামলায় পুলিশ আগেই ৯ জনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি চন্দন ঘটনার পর থেকে পলাতক ছিলেন।
image

Leave Your Comments