টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও হারল বাংলাদেশ। ৪৭ রানে আয়ারল্যান্ডের কাছে হেরেছে তারা। ফলে তিন ম্যাচের সিরিজটি জিতে নিয়েছে আইরিশরা।
১৩৫ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে টাইগ্রেসরা। কিন্তু শারমিন আক্তার ছাড়া কেউ ক্রিজে বেশি সময় টিকতে পারেনি। তার যোগ্য সঙ্গী কেউ হতে পারলেই জয়ের বন্দরে পৌঁছাতে পারত দল। সর্বোচ্চ ৩৮ রান করেছেন শারমিন। এছাড়া স্বর্ণা আক্তার করেছেন ২০ আর দিলারা ১০ রান। বাকি কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ফলে বাংলাদেশের সংগ্রহ আটকে যায় ৮৭ রানেই।
সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন ওরালা প্রেন্ডারগাস্ট। দু’টি করে তুলেছে আরনেল কেলি ও লরা ডেলানি। একটি উইকেট নিয়েছেন অ্যালানা ডালজেল। এর আগে সিলেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা। ৫ উইকেটে ১৩৪ রানের সংগ্রহ দাঁড় করায় তারা।
ওপেনার এমি হান্টার ২৩ বলে ২৩, গ্যাবি লুইস (অধিনায়ক) ১৮ বলে ১৪, ওরলা প্রেন্ডারগাস্ট ২৫ বলে ৩২, লেয়ে পল করেন ১৯ বলে ১৬। আর লরা ডেলানি ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলে দলকে লড়াকু পুঁজি এনে দেন। বাংলাদেশের নাহিদা আক্তার ২০ রানে দু’টি, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস আর ফাহিমা খাতুন একটি করে উইকেট শিকার করেন।