ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও রবিবার রাতে মস্কোতে পৌঁছন।
ভূ-রাজনৈতিক কারণে রাজনাথের তিন দিনের এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। এই সফরে রাজনাথ সিং রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভের সঙ্গে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কথা বলবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করবেন রাজনাথ।
রাশিয়া ভারতীয় নৌবাহিনীর হাতে যুদ্ধজাহাজ আইএনএস তুশিল তুলে দেবে। সেই অনুষ্ঠানে ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীও থাকবেন। এই যুদ্ধজাহাজে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
দুই প্রতিরক্ষামন্ত্রী সামরিক ও সামরিক প্রযুক্তির বিষয়টি নিয়ে দুই দেশের আন্ত সরকারি কমিশনের বৈঠকে বিস্তারে কথা বলবেন।
সেখানে সামরিক সহয়োগিতার পুরো বিষয়টি নিয়ে দুই প্রতিরক্ষামন্ত্রীর কথা হবে। তা ছাড়া দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও কথা হবে। রাশিয়ার কাছ থেকে আরো দুটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাবে ভারত। ২০১৮ সালে পাঁচটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনা নিয়ে ভারত ও রাশিয়ার চুক্তি হয়েছিল। তার মধ্যে দুটি হাতে পাওয়া বাকি রয়েছে।