জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে: সিইসি

Date: 2024-12-11
news-banner
২০১৪, ২০১৮ এবং ২০২৪ সংসদ নির্বাচন নিয়ে আছে দেশ-বিদেশে চরম বিতর্ক। এ পরিস্থিতিতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবর্তিত এ বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ এম এম নাসির উদ্দীন। যার অধীনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সিইসি হিসেবে দায়িত্ব নিয়ে তিনি ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। তার দাবি, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করার জন্য যা যা করা দারকার, তিনি তা করবেন। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য তার নেতৃত্বাধীন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। একই সঙ্গে অনানুষ্ঠিকভাবে নির্বাচনি রোডম্যাপের কার্যক্রম শুরু করেছে কমিশন। 

সিইসির মতে, জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি চলছে পুরোদমে। সময় ক্ষেপণ করছি না, করব। তবে নির্বাচন কবে হবে—তা প্রেডিক্ট করা মুশকিল। জনগণ বিগত সময়ে ভোট দিতে পারেনি। আমরা জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা করতে চাই।

সিইসি : একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করার জন্য যা যা করা দরকার, তা তা করব ইনশাল্লাহ। জনগণ বিগত সময়ে ভোট দিতে পারেনি। আমরা জণগণের ভোট দেওয়ার ব্যবস্থা করতে চাই। মানুষকে নির্বাচনমুখী করা, এটা বিগ চ্যালেঞ্জ। এই যে ঘরে ঘরে যাওয়া (ভোটার তালিকা হালনাগাদের জন্য), কেন যাওয়া? আমরা ঘরে ঘরে গেলে ওরা বুঝবে যে, ভোটের একটা আমেজ শুরু হয়েছে।
image

Leave Your Comments