১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএ‌ফ

Date: 2024-12-24
news-banner
সি‌লে‌টের গোয়াইনঘাট সীমান্ত দি‌য়ে ভার‌তে চি‌নি আন‌তে অনুপ্রবেশ করা ১৩ বাংলা‌দে‌শি‌কে আটক ক‌রে‌ছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। র‌বিবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দি‌কে তারা উপ‌জেলার তামা‌বিল সোনা‌টিলা নামক সীমান্ত দি‌য়ে ভার‌তে অনুপ্রবেশ ক‌রে‌ছি‌লেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, রবিবার রাত আনুমানিক ৮টার সময় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ ১২৭৪/৭ এস পিলারের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। অবৈধভাবে বাংলাদেশে ভারতীয় চিনি আনতে গেলে চিনির গুদাম থেকে ১৩ বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে যায় বিএসএফ ৪/নানকিং বিএসএফ ক্যাম্প ডাউকির সদস্যরা।
image

Leave Your Comments