দেশ গঠনে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে আমরা নতুন করে গড়ে তুলব। সবাই এই কথাটা বলছে।
এতে সবার আরও বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গঠনে সবাই মিলে কাজ করতে পারি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মরহুম সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর একুশে পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আজকালকের অনেক সাংবাদিকই নিজেদের আখের গোছানোর জন্য দালালি করে। তবে এটা সবার ক্ষেত্রে বলি না। এ কথা বলাটা ভালো হলো না। তারপরও বলতে হলো। কারণ, তারা বাড়ি-ঘর, ফ্ল্যাট-প্লট সব জোগাড় করে। অথচ মাহফুজ উল্লাহর কিছুই ছিল না। তার চিকিৎসার জন্য পরিবারকে বন্ধুদের কাছে হাত পাততে হয়েছিল।