মূল লক্ষ্য ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করা বলে মন্তব্য করেছেন দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘গত ১৬ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বিএনপিসহ বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতাকর্মীদের খুন, গুম ও লুটতরাজ করে। তখন নানা ধরনের নির্যাতনের মুখে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল রাজপথে থেকে লড়াই করেছে। এখন যারা বড় বড় কথা বলছে তারা তখন স্বৈরাচারবিরোধী আন্দোলনে মাঠে ছিল না।’
তিনি বলেন, ‘বিএনপির মূল লক্ষ্য ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করা। কৃষকের উৎপাদন, নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার উন্নয়ন করা। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে এসব করবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপির কোনো কোনো নেতাকর্মী হয়ত অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। আমরা জানার সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করেছি।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী দিনে বিএনপির পরিকল্পনা মানুষকে জানাতে হবে। পতিত সরকার রাষ্ট্রের প্রতিটি কাঠামো ধ্বংস করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, আড়াই বছর আগে বিএনপি ৩২ দফার মাধ্যমে সেটি প্রকাশ করেছে।’