শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকাস্থ মর্জিনার মার কলোনীতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে।
পুলিশ জানায়, নিহত আলাউদ্দীনের চতুর্থ স্ত্রী নুর জাহান। ভিকটিম আলাউদ্দিন তার চতুর্থ স্ত্রী নুর জাহানকে না জানিয়ে সম্প্রতি পঞ্চম বিয়ে করেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। তারই ধারবাহিকতায় শনিবার দিবাগত রাত দুইটার দিকে স্বামী আলাউদ্দিনকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে স্ত্রী নূর জাহান।
নিহত আলাউদ্দিন নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শোলকিয়া গ্রামের মইন উদ্দিনের ছেলে। তিনি পেশায় দৈনিক শ্রমিক ছিলেন বর্তমানে হালিশহর বসুন্ধরা আবাসিকে বসবাস করতেন।
আলাউদ্দিন কিছুদিন আগে নুর জাহানকে চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করেন। তবে তাকে না জানিয়েই সম্প্রতি পঞ্চম বিয়ে করেন, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে আলাউদ্দিন নুর জাহানকে তালাক দেওয়ার হুমকি দেন।