শনিবার সকালে তেলেঙ্গানায় টানেল ভেঙে আটকে পড়া ৮ শ্রমিককে এখনও উদ্ধার করা যায়নি। যদিও উদ্ধারকারীরা সেখানেই রয়েছেন। আপ্রাণ চেষ্টা করে চলেছেন তাঁদের উদ্ধারের। তবে প্রচুর কাদা জমে থাকায় ঘটনাস্থলে পৌঁছনোই কঠিন হয়ে পড়েছে। আপাতত উদ্ধারকারীরা চিৎকার করে সাড়া পেতে চাইছেন। আটকে পড়া শ্রমিকদের নাম ধরে ডাকছেন তাঁরা। কিন্তু শেষ খবর মেলা পর্যন্ত কাউকেই উদ্ধার করা যায়নি।
প্রশাসনের তরফে জানা যাচ্ছে, তেলেঙ্গানার নগরকুরনুল জেলার শ্রীসাইলাম ড্যামে অবস্থিত সুড়ঙ্গের মধ্যে লিকেজ সমস্যা সারাই করতে গিয়েছিলেন একদল শ্রমিক। সুড়ঙ্গের প্রায় ১৪ কিলোমিটার ভিতরে হঠাৎ ধস নামে ছাদে। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে অন্তত ৮ জন ভিতরে আটকে পড়েছেন। প্রশাসনের দাবি অনুযায়ী, ছাদের প্রায় ১০ মিটার অংশ ভেঙে পড়ে যার জেরে প্রায় ২০০ মিটার এলাকায় কাদামাটি ছড়িয়ে পড়েছে।