এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আগুন নেভাতে পাশে দাঁড়িয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকিতে থাকা কানাডা ও মেক্সিকো। গত সপ্তাহ থেকে দাবানলের আগুনে পুড়ে ছাই হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা কূলকিনারা করতে না পেরে শেষ পর্যন্ত কারাবন্দিদেরও তাদের সহযোগী হিসেবে নিযুক্ত করেছে। তাতেও তারা হিমশিম খাচ্ছে। এবার তাদের সহযোগী হিসেবে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান দুই প্রতিবেশী কানাডা ও মেক্সিকো।
অন্যদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ ওই দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। বলা হচ্ছে, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের শিকার হয়েছে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের ওই শহর। শুষ্ক প্রবল বাতাসের ফলে দাবানলের আগুন হু হু করে চারিদিকে ছড়িয়ে পড়ে খুব অল্প সময়ের মধ্যে। এতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি। ১২ হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। পুড়েছে হাজার হাজার একর জমি। এ ক্ষতি কাটিয়ে উঠতে টানা ছয় মাসের বেশি সময় শহরটিকে সহায়তা দিয়ে যেতে হবে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কেননা হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে কানাডা ও মেক্সিকো। অথচ ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসার আগেই এ দুই দেশের ওপর অতিরিক্ত কর আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন।
অনলাইন ফার্স্টপোস্ট বলছে, মার্কিন ফায়ার সার্ভিস যখন ভয়াবহ ওই আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে তখন শনিবার মেক্সিকো নিশ্চিত করেছে যে তারা শহরটিকে সাহায্য করার জন্য একটি ফায়ার সার্ভিস দল পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তরাংশের প্রতিবেশী দেশ কানাডাও পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করার জন্য দেশটির সামরিক বাহিনী পাঠানোর কথা জানিয়েছে।
এক্স হ্যান্ডেলের এক পোস্টে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম পারদো বলেছেন, ‘রোববার সকাল থেকে মেক্সিকোর ফায়ার সার্ভিস দলটি ক্যালিফোর্নিয়ার উদ্দেশে রওনা হয়েছে। আমরা একটি উদার ও সহায়ক দেশ।’ যুক্তরাষ্ট্রের প্রশাসনকে লক্ষ্য করে পোস্টে তিনি আরও বলেন, ‘আপনি মেক্সিকোর সাহস এবং হৃদয় আপনার সঙ্গে বহন করেন।’
অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমরা বন্ধু- বিশেষ করে যখন সময় আমাদের জন্য কঠিন হয়। উত্তরে দাবানলের বিরুদ্ধে লড়াই করার সময় ক্যালিফোর্নিয়া সবসময় আমাদের সমর্থন করেছে। এখন কানাডা তাদের পাশে রয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালে যখন কানাডা আলবার্ট, কুইবেক এবং বৃটিশ কলাম্বিয়ায় দাবানলের কবলে পড়েছিল তখন যুক্তরাষ্ট্র তাদের ২ হাজার অগ্নিনির্বাপণ সদস্য পাঠায়। সেসময় কানাডার ৪৫ মিলিয়ন একরের বেশি জমি পুড়ে ছাই হয়েছে।