২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

Date: 2025-02-25
news-banner
আজ ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনাদিবস। বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত, লোমহর্ষক ও হৃদয়বিদারক অধ্যায় পিলখানা হত্যাকাণ্ডের ১৬ বছর আজ। ১৬ বছর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দফতর ঢাকার পিলখানায় রহস্যময় এক বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বোরচিত ও নির্মম হত্যার শিকার হন। সব মিলিয়ে ওই ঘটনায় নিরাপরাধ নারী ও নিষ্পাপ শিশুসহ ৭৪ জন মারা যান।

এ দিকে ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনাদিবস’ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোববার এক পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনাদিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং ওই দিন ‘জাতীয় শহীদ সেনাদিবস’ (সরকারি ছুটি ছাড়া) পালনের জন্য ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
image

Leave Your Comments