আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক চা দিবস

Date: 2025-05-21
news-banner
আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক চা দিবস, যার লক্ষ্য চা উৎপাদক, শ্রমিক ও ক্ষুদ্র চাষিদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং টেকসই চা শিল্প গঠনে সচেতনতা বৃদ্ধি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে দিনটিকে আন্তর্জাতিকভাবে পালন করছে।

বাংলাদেশ, ভারত, চীন, কেনিয়া ও শ্রীলঙ্কার মতো চা উৎপাদনকারী দেশগুলোতে আজ দিনব্যাপী নানা আয়োজন হয়েছে—চা প্রদর্শনী, আলোচনা সভা, বাগান পরিদর্শন ও শ্রমিক সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে।

বাংলাদেশে চা বোর্ড ও বিভিন্ন সংগঠন দিনটি উপলক্ষে বিশেষ সেমিনার আয়োজন করেছে, যেখানে চা শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সিলেট, মৌলভীবাজার ও পঞ্চগড়ের চা বাগানগুলোতেও আজ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান বলেন, "বাংলাদেশের চা শিল্প শুধু অর্থনীতির অংশ নয়, এটি আমাদের সংস্কৃতি ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক চা দিবসের মাধ্যমে আমরা চা শ্রমিকদের শ্রম ও ত্যাগকে সম্মান জানাই।"

বিশ্বে বর্তমানে বছরে প্রায় ৬ বিলিয়ন কেজি চা উৎপাদিত হয়, যার একটি বড় অংশই আসে উন্নয়নশীল দেশগুলো থেকে। আন্তর্জাতিক চা দিবস এই খাতের টেকসই উন্নয়ন, ন্যায্য মজুরি ও পরিবেশ বান্ধব উৎপাদনের গুরুত্ব তুলে ধরে।


image

Leave Your Comments